ভবিষৎ পরিকল্পনা
ক. অনাস কোস চালুসহ কামিল স্তর পযর্ন্ত উন্নীত করা।
খ. আলিম স্তরে বিজ্ঞান বিভাগ চালু করা।
গ. পৃথক ক্যাম্পাসে মহিলা শাখা চালু করা।
ঘ. সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব চালু করা।
ঙ. উন্নতমানের ছাত্রাবাস প্রতিষ্ঠা করা।
চ. এতিমখানা প্রতিষ্ঠা করা।
ছ. কারিগরী শি্ক্ষা চালু করা।
জ. আধুনিক প্রযুক্তিসহ মানসম্মত ক্লাসরুম ও ডিজিটাল শিক্ষাপোকরনের ব্যবহার করা।
ঝ. অফিস ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার
ঞ. আধুনিক ভাষাশিক্ষা বিভাগ স্থাপন।
ঠ. মেডিকেল সেন্টার স্থাপন।
ড. ক্যান্টিন চালু।
ঢ. অডিটরিয়াম নিমাণ।
ণ. শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা।