অর্জন
ক. ২০০২ সালে জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে সিলেট বিভাগে মাদরাসা পযার্য়ে শ্রেষ্ঠ মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ।
খ. ৫ম ও ৮ম শ্রেণীতে নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি লাভ।
গ. ইবতেদায়ী সমাপনী, জে. ডে. সি, দাখিল ও আলিম শ্রেণীর পাবলিক পরীক্ষার ফলাফলে জেলার শীষস্থান অজন। উক্ত পরীক্ষাগুলোতে সর্বোচ্চ পাশের হারের পাশাপাশি জেলার সর্বোচ্চ সংখ্যাক জি.পি.এ ৫.০০ প্রাপ্তির রেকড।
ঘ. ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতায় বিভাগীয় ও জাতীয় পযার্য়ে অংশগ্রহণ ও ভাল ফলাফল অজন।
ঙ. জাতীয় দিবস সমূহের কুচকাওয়াজ অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ ও ভাল ফলাফল অজন।