আগামী ৩০/১২/২৪ইং হইতে ০৭/০১/২৫ইং তারিখ পর্যন্ত ২০২৫শিক্ষাবর্ষের ভর্তি নবায়ন ফরম বিতরণ  ও ভর্তি নবায়ন কার্যক্রম চলবে।  |  

অধ্যক্ষের বাণী

Picture

بسم الله الرحمن الرحيم‎ 
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلوة والسلام على اشرف الانبياء والمرسلين ‏وعلى اله واصحابه اجمعين اما بعد
‎                 ‎
আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা সুনামগঞ্জ জেলা সদরের মাইজবাড়ি গ্রামে ‎অবস্থিত একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এটি সরকারীভাবে স্বীকৃতি প্রাপ্ত এবং ‎এমপিওভূক্ত  মাদরাসা। মাদরাসাটি সুদূরপ্রসারী পরিকল্পনা এবং বহুমূখী শিক্ষা-কর্মসূচির আওতায় ‎সুনামগঞ্জ ইসলামী সংস্থা কর্তৃক  পরিচালিত। এর প্রধান উদ্দেশ্য হলো- এটিকে বহুমূখী মারকাযুত ‎তা’লিম ওয়াদ্দাওয়াহ হিসেবে গড়ে তোলা এবং এর মাধ্যমে মুসলিম উম্মাহর ভবিষ্যত প্রজন্মকে ‎বিশ্বনবী (সা) এর যোগ্য উত্তরসূরী যুগোপযোগী আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার পাশাপাশি ‎আধুনিক জাহেলিয়াতের সর্বব্যাপী চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ‎যোগ্যতাসম্পন্ন দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তোলা।  এর প্রাথমিক টার্গেট হলো একটি অধুনিক ‎এবং বিশ্বমানের কামিল মাদরাসা প্রতিষ্ঠা করা। ‎
বর্তমান যুগ হলো তথ্য-প্রযুক্তির যুগ। একটি অধুনিক ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে হলে ‎শিক্ষার সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য ‎হালনাগাদ এবং সকলের জন্য উন্মুক্ত থাকে। তথ্য জানার অধিকার সকলের রয়েছে। আর একজন ‎শিক্ষার্থী তার নিজের অথবা একজন অভিভাবক তার সন্তানের প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্যাদি ‎জানতে পারবে - এটি তার মৌলিক অধিকার বলে আমরা মনে করি। ‎
আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে, তাঁরই একান্ত অনুগ্রহে আমরা আলহেরা জামেয়া ‎ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার  ওয়েবসাইটের শুভযাত্রা শুরু করতে পেরেছি। আলহেরা ‎জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ওয়েবসাইট চালু  হওয়ার ফলে এখন থেকে ‎সকলেই ঘরে বসে মাদরাসার যাবতীয় তথ্যাদি পেতে পারবেন। ঘরে বসেই অথবা বিদেশে ‎অবস্থানরত অভিভাবকগণ তাদের সন্তানদের একাডেমিক পারফরমেন্স সরাসরি দেখতে পাবেন। ‎ফলে অতিদ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ‎এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এতে মাদরাসার মান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। সচেতন ‎অভিভাবকমহলের গঠনমূলক পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা আমাদের পথচলা সহজ করে ‎তুলবে, ইনশা আল্লাহ। সবশেষে সর্বমহলের আন্তরিক সহযোগিতা ও নেক দোয়া কামনা করছি। ‎আমীন।


ধন্যবাদান্তে        
মোঃ আবুল কালাম আজাদ 
অধ্যক্ষ
আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা
মাইজবাড়ি, সদর, সুনামগঞ্জ