আগামী ৩০/১২/২৪ইং হইতে ০৭/০১/২৫ইং তারিখ পর্যন্ত ২০২৫শিক্ষাবর্ষের ভর্তি নবায়ন ফরম বিতরণ  ও ভর্তি নবায়ন কার্যক্রম চলবে।  |  

সভাপতির বাণী

Picture

আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসাটি সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি ‎শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি সুনামগঞ্জ ইসলামী সংস্থা কর্তৃক পরিচালিত । সুনামগঞ্জ  ইসলামী ‎সংস্থা সরকারী অনুদানের পাশাপাশি এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় মাদরাসাটি পরিচালনা ‎করে আসছে। ইতিমধ্যে মাদরাসাটি সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে ‎সর্বমহলে পরিচিতি ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা এজন্য মহান আল্লাহর শুকরিয়া ‎আদায় করছি।
আমাদের প্রিয় এই মাদরাসার একটি ওয়েবসাইট চালু হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ‎বিষয়। তথ্য-প্রযুক্তির এ যুগে শিক্ষাসেবাকে সহজ ও গতিশীল করার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‎ওয়েবসাইট একটি অতিগুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সর্বসাধারণ ‎অতিসহজে নিজ নিজ অবস্থান স্থলে থেকে মাদরাসা সংক্রান্ত বিভিন্ন  বিষয় অবগত হতে পারবেন। ‎এতে করে তাদের সময় শ্রম ও অর্থের অনেক সাশ্রয় হবে। দেশে ও বিদেশে অত্র মাদরাসার ‎পরিচিতি বৃদ্ধি পাবে। সবাই মাদরাসা সম্পর্কে অবগত হতে পারেব, ইনশাআল্লাহ।
আলহেরা জামেয়ার শিক্ষার মানকে আরও উন্নত করার জন্য আমি সর্বমহলের নিকট আন্তরিক ‎পরামর্শ কামনা করছি। পাশাপাশি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য সকলের সার্বিক ‎সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলের দ্বীনি প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।।

ধন্যবাদান্তে
মুহাম্মাদ শামস উদ্দীন এডভোকেট ‎
সভাপতি,‎
আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা
মাইজবাড়ি, সদর, সুনামগঞ্জ ‎
মোবাইল: ০১৭১৭-০২১৬২১