সভাপতির বাণী

আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসাটি সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি সুনামগঞ্জ ইসলামী সংস্থা কর্তৃক পরিচালিত । সুনামগঞ্জ ইসলামী সংস্থা সরকারী অনুদানের পাশাপাশি এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় মাদরাসাটি পরিচালনা করে আসছে। ইতিমধ্যে মাদরাসাটি সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে সর্বমহলে পরিচিতি ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
আমাদের প্রিয় এই মাদরাসার একটি ওয়েবসাইট চালু হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তথ্য-প্রযুক্তির এ যুগে শিক্ষাসেবাকে সহজ ও গতিশীল করার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট একটি অতিগুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সর্বসাধারণ অতিসহজে নিজ নিজ অবস্থান স্থলে থেকে মাদরাসা সংক্রান্ত বিভিন্ন বিষয় অবগত হতে পারবেন। এতে করে তাদের সময় শ্রম ও অর্থের অনেক সাশ্রয় হবে। দেশে ও বিদেশে অত্র মাদরাসার পরিচিতি বৃদ্ধি পাবে। সবাই মাদরাসা সম্পর্কে অবগত হতে পারেব, ইনশাআল্লাহ।
আলহেরা জামেয়ার শিক্ষার মানকে আরও উন্নত করার জন্য আমি সর্বমহলের নিকট আন্তরিক পরামর্শ কামনা করছি। পাশাপাশি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলের দ্বীনি প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।।
ধন্যবাদান্তে
মুহাম্মাদ শামস উদ্দীন এডভোকেট
সভাপতি,
আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা
মাইজবাড়ি, সদর, সুনামগঞ্জ
মোবাইল: ০১৭১৭-০২১৬২১